SIR কি || কি কি কাগজ লাগবে || ভয়ের কারণ আছে কি না
🗳️ SIR কি ? কি কি কাগজ লাগবে || ভয়ের কারণ আছে কি না
SIR হলো ভারতের নির্বাচন কমিশনের (ECI) একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে VOTER LIST , সংশোধন ও NEW VOTER নাম অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিবছর বা নির্দিষ্ট সময় অন্তর এই কাজটি দেশব্যাপী করা হয়, যাতে ভোটার তালিকায় থাকা প্রতিটি নাম সঠিক ও আপডেট থাকে। এর আগে ২০০২ সালে SIR হয়েছিল।
🔹 SIR-এ করণীয় কাজ..
SIR চলাকালীন নাগরিকদের কয়েকটি নির্দিষ্ট কাজ করার সুযোগ থাকে:
-
নতুন ভোটার নাম তোলা (Form 6)
-
যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে বা হবে (নির্দিষ্ট তারিখ অনুযায়ী)।
-
ভোটার তালিকায় এখনও নাম নেই।
-
-
ভোটার তালিকায় ভুল সংশোধন (Form 8)
-
নামের বানান, বয়স, ঠিকানা বা লিঙ্গে ভুল থাকলে।
-
-
অন্যত্র স্থানান্তরিত বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া (Form 7)
-
যাঁরা অন্য এলাকায় চলে গেছেন, বা প্রয়াত হয়েছেন।
-
-
BLO-র মাধ্যমে বাড়ি বাড়ি যাচাই
-
BLO (Booth Level Officer) ভোটারদের সঙ্গে দেখা করেন, কাগজপত্র যাচাই করেন ও নতুন নামের আবেদন নেবেন ।
-
🔹 BLO কে দেখাতে হবে যেসব কাগজ..
SIR চলাকালীন BLO যখন বাড়িতে আসেন বা অফিসে আবেদন গ্রহণ করেন, তখন নিচের কাগজপত্র দেখাতে হবে ......
✅ পরিচয় প্রমাণ (Identity Proof)
-
আধার কার্ড / AADHAR CARD
-
PAN কার্ড / PAN CARD
-
পাসপোর্ট / PASSPORT
-
ড্রাইভিং লাইসেন্স / Driving Licence
✅ বয়সের প্রমাণ (Date of Birth Proof)
-
জন্ম সনদ (Municipality / Panchayat কর্তৃক প্রদত্ত) / Birth Certificate
-
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট / M.P Admit Card, M.P Certificate
-
পাসপোর্ট / Passport
✅ ঠিকানার প্রমাণ (Address Proof)
-
বিদ্যুৎ বিল / পানির বিল
-
ব্যাংক পাসবুক
-
রেশন কার্ড
-
বাড়ির ভাড়ার চুক্তিপত্র
-
আধার কার্ডে ঠিকানা
✅ ছবি
-
২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি / 2 Copy Recent Passport Siza Photo )
🔹 যে কাগজ না থাকলে সমস্যা হবে
-
বয়সের প্রমাণ না থাকলে – ১৮ বছর পূর্ণ হয়েছে কিনা বোঝা যাবে না, আবেদন বাতিল হতে পারে।
-
ঠিকানার প্রমাণ না থাকলে – কোন এলাকায় নাম অন্তর্ভুক্ত করা হবে, তা নির্ধারণ সম্ভব নয়।
-
আধার না থাকলে – ডুপ্লিকেট বা একই ব্যক্তির একাধিক নাম চিহ্নিত করা কঠিন হয়।
-
অসম্পূর্ণ ফর্ম বা ছবি না দিলে – আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।
- 🔹 SIR নিয়ে ভয় কেন হয়?
অনেক সাধারণ মানুষ SIR শুনলেই ভয় পান — আসলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল ধারণা।
কারণ👇
-
অনেকেই ভাবেন BLO এলেই নাম কেটে দেবে — এটা ভুল।
-
কেউ কেউ ভাবেন কাগজ না থাকলে ভোটার বাতিল হবে — আসলে BLO সুযোগ দেন জমা দেওয়ার।
-
কিছু জায়গায় রাজনৈতিক চাপ বা বিভ্রান্তি ছড়ানো হয়, যেটা ভয় বাড়ায়।
🟢 আসলে SIR হলো সুযোগ, ভয় নয়।
এ সময় আপনি নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি ঠিক করতে পারবেন এবং নতুন ভোটার হিসেবে নাম তুলতে পারবেন।
🔹 SIR চলাকালীন সাধারণ পরামর্শ
-
BLO এলেই সহযোগিতা করুন, তথ্য সঠিক দিন।
-
নিজের ও পরিবারের সব ভোটারদের নাম যাচাই করুন।
-
ডুপ্লিকেট নাম বা মৃত ব্যক্তির নাম থাকলে জানান।
-
১৮ বছর পূর্ণ সন্তান বা পরিবারের সদস্যদের নাম তুলুন।
-
ভোটার তালিকার প্রিন্ট বা অনলাইন কপি চেক করুন (nvsp.in বা ceowestbengal.nic.in)।
👍 Like, Comment & Share 👍

No comments