SARFARAJ KHAN 97 || INDIAN CRICKET TEAM
SARFARAJ KHAN হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার। SARFARAJ KHAN ১৫ ফেব্রুয়ারী ২০২৪ রাজকোটে , ইংল্যান্ডের বিপক্ষে ডেবিউ করেছিলেন। তার প্রথম ইনিংসে ৬২ রান ও দ্বিতীয় ইনিংসে ৬৮* রান NOT OUT । দারুন শুরু করেছিলেন তার টেস্ট ক্যারিয়ার। তবে বর্তমানে ডাক পাচ্ছেন না ভারতের জাতীয় দলে ।
কিছু সূত্রে জানা গেছে ডাক না পাওয়ার কারণ :-
- তিনি নাকি আন্তর্জাতিক স্তরে ফিটনেস পুরোপুরি অর্জন করেননি।
- অনেকেই বলছেন তিনি মাঝারি বা নিচে অবস্থা থেকে রান করছেন তবে ভারতের ক্ষেত্রে উপরের স্থানে রান করাটা বেশি গুরুপ্তপূর্ণ।
- কিছু সূত্র থেকে জানা যায় যে তার নাম SARFARAJ KHAN হওয়াতে ডাক পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট টিমে।
SARFARAJ KHAN এর বর্তমান অবস্থা :-
- SARFARAJ KHAN নিজের অনেক ওজন কমিয়েছেন।
- RANJI TROPHY তে অনেক রান বানিয়েছেন।
সবকিছু মিলিয়ে হয়তো নেস্ট ম্যাচে জায়গা পাবে SARFARAJ KHAN

No comments