Header Ads

How to Download Aadhaar Card || আঁধার কার্ড ডাউনলোড

 আধার কার্ড ডাউনলোড




     হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন। এনরোলমেন্ট নম্বর ও আধার কার্ড নম্বর দিয়ে। তার জন্য  প্রথমে Google Chrome এ আধার কার্ডের মাইন্ ওয়েবসাইট  https://uidai.gov.in/en/ ওপেন করে নেবেন।  
                                                                                     

 
ওয়েব সাইট টি ওপেন হওয়ার পরে My Aadhaar অপশনে মাউস পয়েন্টার রাখলে নিচে download aadhaar অপসন  আসবে সেখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে অনেক গুলি অপসন আসবে তার মধ্যে Download Aadhaar অপসন এ ক্লিক করলে আধার কার্ড ডাউনলোডের তিনটি অপসন আসবে ।
                                                                             

  •  যেমন  Aadhaar Number যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকে থাহলে আপনি শুধু আঁধার নম্বর দিয়ে আঁধার কার্ড ডাউনলোড করতে পারবেন তার জন্য Aadhaar number অপসন এ ক্লিক করে Aadhaar numberCaptcha Code বসিয়ে Send OTP তে ক্লিক করলে আধার কার্ডের সাথে লিংক মোবাইল নম্বরে যাওয়া OTP বসিয়ে Verify & download এ ক্লিক করলে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।  
Adhaar Download  
 
 Enrollment ID যদি আপনি নতুন বা শুধু এনরোলমেন্ট আইডি দিয়ে ডাউনলোড করতে চান তাহলে Enrollment Number ও  Captcha Code বসিয়ে Send OTP তে ক্লিক করলে আধার কার্ডের সাথে লিংক মোবাইল নম্বরে যাওয়া OTP বসিয়ে Verify & download এ ক্লিক করলে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। Virtual id দিয়েও আপনি আঁধার কার্ড ডাউনলোড করতে পারবেন।  

** You Tube Channel Link : Rahaman.08

No comments

Powered by Blogger.